বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহ............

Kuakata Beach-কুয়াকাটা

Kuakata is a panoramic sea beach on the southernmost tip of Bangladesh. Located in the Patuakhali district, Kuakata has a wide sandy beach from where one can see both the sunrise and sunset.It is about 320 Kilometers south of Dhaka, the capital, and about 70 Kilometers from the district headquarters.
Read More...

Paharpur

By 1:21 AM

Somapura Mahavihara in Paharpur, Bangladesh, is the greatest Buddhist Vihara in the Indian Subcontinent, built by Dharmapala of Bengal. Ruins of Buddhist Vihara. Somapura Mahavihara is the greatest Buddhist Vihara in the Indian Subcontinent built by Dharmapala of Bengal; it became a World Heritage Site in 1985. Somapura Mahavihara is the greatest Buddhist Vihara in the Indian Subcontinent built by Dharmapala.


পাহাড়পুর বৌদ্ধ বিহার

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার ( তদানীন্তন ব্রহ্মদেশ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিষ্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
Read More...

Top 10 attractive natural tourist place in Bangladesh

By 4:29 AM

Bangladesh is a beautiful country with it's natural attractive beauties. It is the country where the both sea and hills are present. There are thousands of attractive beautiful place in Bangladesh. But, we listed top ten famous beautiful place for visit. We think it will help you when you visit these best places during your vacation.

 

Read More...

Jaflong

প্রকৃতি কন্যা জাফলং 

প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইনডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশী-বিদেশী পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রাণী- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমন পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমনে এসে জাফলং না গেলে ভ্রমনই যেন অপূর্ণ থেকে যায়।

Read More...

Tazing Dong

তাজিংডংয়ের চূড়ায়


এখানে শুধু ঘুরতে নয়, অ্যাডভেঞ্চার করার মন-মানসিকতা থাকলে তবেই যাওয়া ভালো
বান্দরবানের থেকে দিনের শেষ বাস ধরে রওনা হলাম থানচির পথে। পূর্ণিমা ভরা রাত। পাহাড়ি রাস্তায় চলেছে থানচির মিনি বাস। শীতের দিনের শেষ ভাগ। পাহাড়ের কোল জুড়ে কুয়াশার বিছানা। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে একের পর এক উঁচু সব পাহাড়।
থানচি বাংলাদেশের অন্যতম উঁচু সড়কপথ। চলতে চলতে বাসের জানালা দিয়েই চোখে পড়ে পাহাড়ের পশ্চিম দিগন্তের সোনালি সূর্যের বিদায়! তখনও দিনের কিছু আলো পাহাড়ের বিস্তৃত আকাশে ঘোরাফেরা করছে। দিন শেষের আগেই বাসের যাত্রা বিরতি।
গোধূলি বেলায় বাস থেকে নেমে গরম চায়ে চুমক দিয়ে আবার যাত্রা শুরু। পথ চলতে চলতে হঠা চোখে পড়ল পাহাড়জুড়ে নেমেছে জোছনার দল। যতদূর চোখ যায় কেবল পাহাড়ের বিস্তীর্ণ মানচিত্র।

Read More...

Nijhum Dwip

নিঝুম দ্বীপ

নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত নিঝুম দ্বীপ। একে 'দ্বীপ' বলা হলেও এটি মূলত একটি 'চর'। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো।

Read More...

Foy's Lake

 ফয়’জ লেক (Foy's Lake)


ফয়’জ লেক (Foy's Lake)  চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনের অদূরে কুলশী এলাকার কাছে আসাম-বেঙ্গল রেলওয়ে কর্তৃক ১৯২৪ সালে নির্মিত একটি কৃত্রিম হ্রদ। বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ রেলওয়ের। 
Read More...

Mohastangor Bangladesh

By 11:53 PM

বাংলাদেশের সবচেয়ে পুরাতন নগরী মহাস্থানগড়

বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷ আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের শহর মহাস্থানগড়৷ সেসময় এর নাম ছিল পুর্ণ্ড্রনগর৷
বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে৷ এরপর তাঁরা বেরিয়ে পড়তেন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে৷ সেখানে গিয়ে তাঁরা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন৷


মহাস্থানগড়ের ইতিহাস সম্পর্কে কথা হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত সিংহ রায়ের সঙ্গে৷ তিনি বললেন, পর্যন্ত আবিষ্কৃত বাংলাদেশের সবচাইতে প্রাচীন রাজধানী শহর হচ্ছে মহাস্থানগড়৷ প্রাক মৌর্য যুগ, মানে প্রায় আড়াই হাজার বছর আগে থেকে এখানে মানববসতির চিহ্ন পাওয়া যায়৷

Read More...

সুন্দরবন

By 3:31 PM

সুন্দরবন


সুন্দরবন  বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)। কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান। নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ। সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত। পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।
Read More...

Cox's Bazar beach

Beautiful Bangladesh cox's bazar picture
Beautiful Bangladesh cox's bazar picture

Beautiful Bangladesh saint-martin's picture

Read More...

Comments system